৫:৪৫ এএম, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার |
| ১৩ রবিউস সানি ১৪৪১
মুনজুরুল ইসলাম নাহিদ, ইবি প্রতিনিধি :মাদক মুক্ত ক্যাম্পাস গড়ার প্রত্যয় নিয়ে মাদক বিরোধী মিছিল ও সমাবেশ করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
'মাদক কে না বলি, মাদক মুক্ত ক্যাম্পাস গড়ি' এই প্রতিপাদ্য নিয়ে রোববার এ কর্মসূচী পালন করে তারা।
জানা যায়, বেলা ১২ টায় দলীয় টেন্ট থেকে মাদক বিরোধী মিছিল বের করে সংগঠনের নেতাকর্মীরা।
এসময় শাখা ছাত্রলীগের সভাপতি রবিউল ইসলাম পলাশ ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিবের নেতৃত্বে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে প্রশাসন ভবনের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। মিছিলে সংগঠনের প্রায় তিন শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, মাদকের বিরোদ্ধে বাংলাদেশ সরকারের জিরো টলারেন্সের ঘোষণা বাস্তবায়নে আমাদের এই কার্যক্রম। সেই সাথে একটি মাদক মুক্ত স্বচ্ছ ক্যাম্পাস গড়তে ইবি ছাত্রলীগ সোচ্ছার থাকবে।