৩:৫২ পিএম, ২৮ ফেব্রুয়ারি ২০২১, রোববার |
| ১৬ রজব ১৪৪২
এসএনএন২৪.কমঃ গভীর রাতে অসহায় শীতার্ত মানুষের গায়ে কম্বল জড়িয়ে দিলেন রাউজান পাহাড়তলী ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ রোকন উদ্দিন।
রোববার রাত ১০টার দিকে তিনি পাহাড়তলী চৌমুহনী বাজারসহ বিভিন্ন এলাকায় গিয়ে রিকশা চালক, ভ্যান চালক ও এলাকার অসহায় দরিদ্র মানুষকে শীত বস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন।
এ সময় দক্ষিণ রাউজান ছাত্রলীগ সভাপতি মো. সালাহ উদ্দিন, পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এসএম রুবেল, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈকত তালুকদারসহ পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, শীত মৌসুম শুরুর পর থেকে পাহাড়তলী ইউপি চেয়ারম্যান মো. রোকন উদ্দিন শীতার্তদের সাহায্যে হাত বাড়িয়ে দিয়েছেন। হত-দরিদ্র লোকজনের মাঝে বিতরণ করে চলেছেন শীত বস্ত্র। প্রতি বছরই তিনি এভাবে মানবিকতার হাত বাড়িয়ে দেন।
পাহাড়তলী ইউনিয়ন আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক এসএম রুবেল জানান, যে কোন মানবিকতার কাজে স্ব-উদ্যোগে ঝাপিয়ে পড়েন ইউপি চেয়ারম্যান রোকন উদ্দিন। শীতার্তদের মাঝে কম্বল বিতরণ ছাড়াও সম্প্রতি বৈষ্মিক মহামারি করোনাকালীন সময়ে পাহাড়তলী ইউনিয়ন এলাকার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রি পৌঁছে দিয়েছেন। যার কারনে করোনাকালীন সময়ে পাহাড়তলী ইউনিয়নের কোন মানুষ খাবারের কষ্ট পায়নি। যেকোন সমস্যায় সহযোগীতার হাত বাড়িয়ে দেন তিনি।