১:৪১ পিএম, ১৯ আগস্ট ২০২২, শুক্রবার |
| ২১ মুহররম ১৪৪৪
নিজস্ব প্রতিবেদক:
চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংগঠনটির জেলা শাখার আয়োজনে শনিবার সকালে নগরীর মুরাদপুর এ সভাটি অনুষ্ঠিত হয়।
সেকান্দার হোসেন চৌধুরীর সঞ্চালনায় চট্টগ্রাম জেলা ইট প্রস্তুতকারী মালিক সমিতির সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে উদ্বোধক ছিলেন ফটিকছড়ি পৌরসভার মেয়র ইসমাইল হোসেন। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।
বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন রাঙ্গুনিয়া ইসলামপুর ইউপির চেয়ারম্যান সিরাজ উদ্দিন চৌধুরী।
বক্তব্য রাখেন, আমিনুল হক চৌধুরী,আব্দুর রহিম বাদশা, ফরিদুল আলম, সাইদুল ইসলাম খোকা, কামাল উদ্দিন চৌধুরী,শফিউল আজম,আলী নেওয়াজ চৌধুরী, সৈয়দ হোসেন, শাহেদ উল্লাহ জনি প্রমূখ।
সভায় বক্তারা ইট প্রস্তুতকারী মালিক সমিতির ইট প্রস্তুতের ক্ষেত্রে পরিবেশগত আইনি জটিলতা সহ বিভিন্ন সমস্যার কথা উল্লেখ করে বলেন, ইট প্রস্তুত না হলে দেশের উন্নয়ন কর্মকান্ডে ব্যাঘাত ঘটবে। উন্নয়নের জন্য ইটের প্রয়োজনীয়তা অস্বীকারের উপায় নেই। তাই এ সম্পর্কিত নীতিমালাগুলির কিছু পরিবর্তন করে বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের সহানুভ’তি কামনা করেন তারা ।