৩:২৪ এএম, ২৩ জানুয়ারী ২০২১, শনিবার |
| ৯ জমাদিউস সানি ১৪৪২
এসএনএন২৪.কম: চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি হয়েছেন রুহুল আমিন। বর্তমান তিনি ওমর গণি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক ৩য় বর্ষের ছাত্র।
চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিয়েছেন
বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ। গত ২ মার্চ বাংলাদেশ
ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য এ
কমিটির অনুমোদন দেন।
রুহুল আমিনের বাড়ি চট্টগ্রামের বাঁশখালীর চাম্বল ইউনিয়নে। স্কুলজীবন থেকে তিনি বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে সম্পৃক্ত হয়েছিলেন ছাত্রলীগের রাজনীতির সাথে।
জানাযায়, দক্ষিণ জেলা ছাত্রলীগের তৎকালীন আহ্বায়ক আব্দুল মালেক জনির মৃত্যুর প্রায় পাঁচ বছর পর ২০১৭ সালের ১৪ অক্টোবর আংশিক কমিটি ঘোষণা করেছিল কেন্দ্রীয় ছাত্রলীগ।
তখন অনুমোদিত কমিটিতে এস.এম. বোরহান উদ্দিন সভাপতি ও আবু তাহের সাধারণ সম্পাদক নাম ঘোষণা করা হয়।
ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস.এম.জাকির হোসেন ৫১ সদস্য বিশিষ্ট ওই কমিটির অনুমোদন দিয়েছিলেন।