২:১৪ পিএম, ২ মার্চ ২০২১, মঙ্গলবার |
| ১৮ রজব ১৪৪২
এসএনএন২৪.কমঃ ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ৮ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) পরিদর্শক পদমর্যাদার ১৫ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়
বদলি হওয়া ওসিদের মধ্যে সিটি ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) বিপ্লব কিশোর শীলকে অফিসার ইনচার্জ তেজগাঁও শিল্পাঞ্চল থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মো. দেলোয়ার হোসেনকে ভাষানটেক থানায়, সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ আব্দুল মজিদকে উত্তরখান থানায়, ডিবি-রমনা বিভাগের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) শাহ মো. আক্তারুজ্জামান ইলিয়াসকে উত্তরা-পশ্চিম থানায়, সবুজবাগ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খন্দকার নাসির উদ্দিনকে ডেমরা থানায়, শাহজাহানপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মু. মোরাদুল ইসলামকে সবুজবাগ থানায়, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোহা. কামাল উদ্দীনকে উত্তরা-পূর্ব থানায় ও ভাষানটেক থানার ওসি মুন্সী ছাব্বীর আহম্মদকে খিলক্ষেত থানার ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
একই আদেশে উত্তরা-পূর্ব থানার ওসি মো. নুরে আলম সিদ্দিকীকে ডিবি-গুলশান বিভাগ, উত্তরখান থানার ওসি মো. হেলাল উদ্দিনকে হেডকোয়ার্টার্স অ্যান্ড অ্যাডমিন বিভাগ, উত্তরা-পশ্চিম থানার ওসি তপন চন্দ্র সাহাকে ডিবি-রমনা বিভাগ, খিলক্ষেত থানার ওসি মোহাম্মদ বোরহান উদ্দিনকে আইসিটি বিভাগ, সবুজবাগ থানার ওসি মো. মাহবুব আলমকে ডিবি-রমনা বিভাগ, ডেমরা থানার ওসি মো. সিদ্দিকুর রহমানকে ডিবি-উত্তরা বিভাগ ও তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আলী হোসেন খানকে প্রসিকিউশন বিভাগে বদলি করা হয়েছে।