১০:০০ পিএম, ৬ ডিসেম্বর ২০১৯, শুক্রবার |
| ৮ রবিউস সানি ১৪৪১
এসএনএন২৪.কম: সারাদেশে আগামী তিন থেকে চার বছরের মধ্যে শতভাগ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
সোমবার (১১ নভেম্বর) সংসদে এক প্রশ্নের জবাবে এ কথা জানান প্রতিমন্ত্রী।
আর এক প্রশ্নের জাবাবে তিনি বলেন, বর্তমানে মাথাপিছু বিদ্যুৎ উৎপাদনের পরিমাণ ৫১০ কিলোওয়াট।
নসরুল হামিদ জানান, বর্তমান সরকারের আমলে ১০ বছরে ৬ বার বিদ্যুতের দাম বাড়ানো হয়েছে। বর্তমান সরকার ২০০৯ থেকে ২০১৯ পর্যন্ত গৃহস্থালি, বিদ্যুৎ ও সার খাতে চারবার, শিল্প, ক্যাপটিভ পাওয়ার, চা ও বাণিজ্যিক খাতে পাঁচবার এবং সিএনজি খাতে ছয়বার গ্যাসের দাম বাড়ানো হয়েছে।
আবাসিক এলাকায় গৃহস্থালি কাজে ব্যবহারের জন্য গ্যাস সংযোগ দেয়ার কোন পরিকল্পনা আপাতত সরকারের নেই বলেও জানান তিনি।