৮:৩৭ পিএম, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, সোমবার |
| ১২ জমাদিউস সানি ১৪৪০
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি : নাটোরে নলডাঙ্গায় মোঃ শামীম রেজা (২৫) নামে এক যুবক ৫ দিন ধরে নিখোঁজ হয়েছে। সে নলডাঙ্গার সড়কৃতিয়া এলাকার মৃত শফিউদ্দিন সরকারের ছেলে।
শামীম রেজার চাচা ফরিদ উদ্দিন জানান, আমার ভাতিজা গত ৫ সেপ্টেম্বর সকাল ৬ টায় চাকুরীতে যোগাদানের উদ্দেশ্যে গার্ক এনজিও বগুড়া হেড অফিসে যায়। সে আর বাড়িতে ফিরে আসেনি। নিখোঁজ শামীমের চাচা আরও জানান, তার পরনে ছিল কালো ফুল প্যান্ট ও সাদা ফুল শার্ট, গায়ের রং- ফর্সা ও উচ্চতা ছিল ৫ ফুট- ৪ ইঞ্চি। ভাতিজা নিখোঁজ হওয়ার ব্যাপারে নলডাঙ্গা থানায় একটি জিডি করা হয়েছে।
নলডাঙ্গা থানার কর্মকর্তা জানায় , শামীম রেজার চাচা ফরিদ বাদি হয়ে থানায় অভিযোগ দাখিন করেছে । শামীমকে খুজার জন্য পুলিশ সবর্ত্যেক চেষ্টা চালিয়ে যাচ্ছে।