৫:০৯ এএম, ১৯ জানুয়ারী ২০২১, মঙ্গলবার |
| ৫ জমাদিউস সানি ১৪৪২
মোঃ রাশেদুল ইসলাম, নাটোর প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে লালপুরে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে শনিবার সন্ধায় গোপালপুরের আজিমপুর স্টেশনে করইতলা গোপালপুর পৌর আওয়ামী আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল,
গোপালপুর পৌর আওয়ামী লীগের সভাপতি রোকসানা মোর্ত্তজা লিলির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লালপুর উপজেলার চেয়ারম্যান ইসাহক আলী, সাবেক জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রউফ সরকার, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খায়রুল ইসলাম ভাদু, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু, ওয়ালিয়া ইউনিয়ন পরিষদ চেযারম্যান আনিসুর রহমান, মোস্তাফিজ রহমান, গোপালপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আরশাদ আলী সহ প্রমুখ।