৫:০০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার |
| ১৭ জমাদিউস সানি ১৪৪০
জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি : নেত্রকোনায় মাদক বিরোধী অভিযানে মোটরসাইকেল চোর চক্রের সদস্য সহ তিনজনকে গ্রেফতার করেছে নেত্রকোনা মডেল থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ জুন) দিন গত রাতে তাদের গ্রেফতার করা হয়, এসময় তাদের কাছ থেকে ১শ’ ৫১ গ্রাম হেরোইন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, সদর উপজেলার শহরের পুকুরিয়া গ্রামের মৃত অতুল চন্দ্র দাসের ছেলে মোটরসাইকেল চোর চক্রের সদস্য চন্দন চন্দ্র দাস (২৮), বড়বাজার এলাকার মৃত মিরাজ আলী হাওলাদারের ছেলে মাদক বিক্রেতা ফয়সাল হাওলাদার (৩৫) ও মেদনী পশ্চিমপাড়া গ্রামের মো. সিরাজুল ইসলামের ছেলে মো. সাদ্দাম হোসেন (২৫)।
নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। মাদক বিক্রেতাদের বিরুদ্ধে নতুন করে মামলা করা হয়েছে বলে জানান তিনি।
এছাড়াও তাদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।