১১:১৬ এএম, ১৩ ডিসেম্বর ২০১৯, শুক্রবার |
| ১৫ রবিউস সানি ১৪৪১
এসএনএন২৪.কম: পেঁপের গুণ নিয়ে বলতে গেলে কথা ফুরায় না। এত এত গুণের ভিড়ে ভুলেই যেতে হয় এত গুণসমৃদ্ধ ফলের যে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে।
তবে সত্যি এটাই পেঁপেরও পার্শ্বপ্রতিক্রিয়া আছে। দেখে নিন সেগুলো।
গর্ভবতী নারীদের ক্ষেত্রে সমস্যা হতে পারে : পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে ল্যাটেক্স থাকে যা জরায়ুর সংকোচন ঘটাতে পারে। এতে গর্ভস্থ ভ্রূণের ক্ষতি হতে পারে বলেই চিকিৎসকেরা গর্ভাবস্থায় পেঁপের বীজ, শিকড় বা পাতা খেতে বারণই করেন। পেঁপের মধ্যেকার প্যাপাইন গর্ভের ঝিল্লিপর্দাগুলির ওপর ক্ষতিকর প্রভাব ফেলতে পারে যার ফলে ভ্রূণের বৃদ্ধিতে সমস্যা হতে পারে।
বেশি পেঁপে পেটের পক্ষে ভালো না : বেশি ফাইবার থাকায় কন্সটিপেশনের রোগীদের ক্ষেত্রে পেঁপে বড্ড উপকারী হলেও অত্যধিক পরিমাণে খেলে পেটের সমস্যাও দেখা যেতে পারে। পেঁপের খোসায় থাকা ল্যাটেক্স পেটে ব্যথা, অস্বস্তির কারণও হতে পারে। অত্যাধিক পেঁপে ডায়রিয়ার জন্যও দায়ী।
ওষুধ চলাকালীন পেঁপে খাওয়ায় সতর্ক হোন : ইউনাইটেড স্টেটস লাইব্রেরি অব মেডিসিনের তথ্য অনুযায়ী, রক্তকে তরল করার বিভিন্ন ওষুধের সঙ্গে পেঁপের কিছু বিক্রিয়া ঘটে। যা হঠাৎ রক্তক্ষরণের কারণও হইয়ে উঠতে পারে।
ডায়াবেটিকরা সতর্ক হোন : ব্লাড সুগার লেভেল কমায় পেঁপে। ডায়াবেটিস আক্রান্তদের পক্ষে যা একেবারেই ভালো লক্ষণ নয়।
অ্যালার্জির সমস্যা : প্যাপাইন বা বিভিন্ন রেণু থেকে অ্যালার্জিও হতে পারে অনেকের। ত্বকের ফুলে ওঠা, মাথা ঘোরা, চুলকানি, র্যাশ বেরোনর মতো সমস্যা হতে পারে এ অ্যালার্জির ফলে।
শ্বাস-প্রশ্বাসের সমস্যা : প্যাপাইনের ফলে যে অ্যালার্জি দেখা যায় তা নিঃশ্বাস প্রশ্বাসের সমস্যাও ঘটাতে পারে। অতিরিক্ত পেঁপে খেলে হাঁপানি, বুকে ব্যথা বা চাপ অনুভব হতেই পারে অনেকের।