৬:৩০ পিএম, ২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার |
| ৮ শা'বান ১৪৩৯
সৈয়দ ফয়েজ আলী, মৌলভীবাজার প্রতিনিধি: শিক্ষা, ঐক্য, প্রগতি, এই স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেছে মৌলভীবাজার জেলা শাখা। মঙ্গলবার দুপুর ১২টায় স্থানীয় রুমেল কমিউনিটি সেন্টারে জাতীয় সঙ্গীতের মধ্যদিয়ে পতাকা উত্তোলন ও কেক কেটে উৎসর মূখর পরিবেশে দিবসটি পালন করা হয়।
জেলার বিভিন্ন অঞ্চল থেকে আগত নেতা কর্মীদের উপস্থিতিতে ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন, প্রস্তাবিত জেলা ছাত্রদলের সভাপতি আকিদুর রহমান। সাধারণ সম্পাদক ইমামুল হক রিপনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি আশিক মোসারফ, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক বকশী মিসবাউর রহমান, ফখরুল ইসলাম সাধারণ সম্পাদক সদর উপজেলা, সাবেক ছাত্র নেতা সাদিকুর রহমান সাদিক ১ম যুগ্ন সম্পাদক সদর উপজেলা বিএনপি, মনোয়ার আহমেদ রহমান সদস্য সচিব পৌর বিএনপি মৌলভীবাজার, মিজানুর রহমান নিজাম জেলা যুবদল, এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলার সিনিয়র নেতৃবৃন্দ।