১১:৫১ এএম, ১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার |
| ১৪ রবিউস সানি ১৪৪১
মিজানুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধিঃ ময়মনসিংহের ফুলপুর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত ও নিয়মিত মামলার ৮ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসেন বিপিএম (বার)এর নির্দেশে ফুলপুর থানার অফিসার ইনচার্জ ইমারত হোসেন গাজীর নেতৃত্বে অফিসার ও ফোর্স শনিবার রাতে বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।
অভিযান পরিচালনার সময় গ্রেফতারী পরোয়ানা মুলে ০৭জন আসামীকে ও নিয়মিত মামলায় ১ জনকে গ্রেফতার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, ফুলপুর উপজেলার মেদা গ্রামের নুরজাহান বেগম (৩৫), কুলসুম বেগম (৩৮), দৌলত আলী(৪২), হযরত আলী (৩৮), লাইলী বেগম (৩৫), লাইট মিয়া (৩৫), সুখী বেগম (৩২) ও সাহাপুর গ্রামের হাবিবুর রহমান হাবি (৪৭)।
ফুলপুর থানার এসআই মেহেদি হাসান সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন গ্রেফতারকৃত ৮জন আসামীকে আজ রবিবার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।