৮:৪২ এএম, ২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার |
| ১১ শা'বান ১৪৩৯
রশিদ সোহেল, রংপুর প্রতিনিধি : বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রম প্রান্তিক পর্যায়ে তুলে ধরা এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে জনগণকে অধিকতর সম্পৃক্ত করার লক্ষ্যে রংপুর মহানগরীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী উন্নয়ন মেলা ।
বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সকালে রংপুর টাউন হল মাঠে রংপুর জেলা প্রশাসন আয়োজিত এ উন্নয়ন মেলা পরিবেশ ও বন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আব্দুল্লাহ আল মোহসীন চৌধুরী প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করেন। পরে ডিজিটাল বাংলাদেশ ও উন্নয়নের অগ্রযাত্রা শীর্ষক আলোচনায় তিনি প্রধান অতিথি হিসাবে যোগ দেন।
জেলা প্রশাসক মুহাম্মদ ওয়াহিদুজ্জামানের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহমেদ, রংপুর রেঞ্জ অতিরিক্ত ডিআইজি বশির আহম্মেদ, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ ও মহানগর আওয়ামীলীগ সেক্রেটারি তুষার কান্তি মন্ডল প্রমুখ। এবারের উন্নয়ন মেলায় রংপুরের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার ১০২টি স্টল স্থান পেয়েছে। এ মেলা চলবে ১৩ জানুয়ারি পর্যন্ত।