১১:৪৭ এএম, ২১ ফেব্রুয়ারি ২০১৯, বৃহস্পতিবার |
| ১৫ জমাদিউস সানি ১৪৪০
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজার রায়ের প্রতিবাদে ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবিতে বুধবার (১৪ ফেব্রুয়ারি) লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে অনশন কর্মসূচি পালিত হচ্ছে। লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপি কার্যালয়ের সামনে সামনের চত্বরে এ অনশন কর্মসূচি সকালে শুরু হয়। এ কর্মসূচি চলবে বিকেল পর্যন্ত। এতে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নিয়েছেন।
অনশন কর্মসূচি চলাকালে অন্যদের মধ্যে বক্তব্য দেন, কেন্দ্রীয় বিএনপি’র রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, জেলা বিএনপির সাধারন সম্পাদক হাফিজুর রহমান বাবলা, সদর উপজেলা চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা যুবদলের সভাপতি আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এম এ হালিম, জেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন আহমেদ লিমন, সাধারণ সম্পাদক আনিছুর রহমান ভিপি আনিছ প্রমুখ।
বক্তারা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলার সাজা প্রত্যাহার ও তাঁর নিঃশর্ত মুক্তির দাবি জানান।