১০:৪৬ এএম, ২৭ এপ্রিল ২০১৮, শুক্রবার |
| ১১ শা'বান ১৪৩৯
শরিফুল ইসলাম, নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া বাজারের মসজিদ মার্কেটে অগ্নিকান্ডে ১০ টি দোকানঘর পুড়ে ভস্মিভূত হয়েছে। এতে ক্ষতি হয়েছে প্রায় অর্ধ কোটি টাকার মালামাল। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে হোটেলের চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সূত্রপাত হতে পারে।
শনিবার (১৪ এপ্রিল) ভোর রাতে এ অগ্নিকান্ড সংগঠিত হলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ও এলাকাবাসী প্রায় দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, ১লা বৈশাখ উপলক্ষে দোকানে অনেক মালামাল তুলেছিল। অগ্নিকান্ডে ৭টি গার্মেন্টসের দোকান ও ৩টি খাবার হোটেলের প্রায় ৫০ লক্ষ টাকার মালামাল পুড়ে গেছে।