৩:৩৬ পিএম, ২৮ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার |
| ১৪ জমাদিউস সানি ১৪৪২
আলফাজ সরকার আকাশ শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরে শ্রীপুরে চোরাইকৃত ৩টি গরুসহ ৬ চোরকে আটক করেছে থানা পুলিশ।
৭ ডিসেম্বর শনিবার রাত সাড়ে তিনটায় তাদেরকে আটক করা হয়। এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিক-আপ জব্দ করা হয়েছে।
আটককৃতরা হলেন,১. সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার রাগরবাড়ী পশ্চিম পাড়া গ্রামের মজিবর ফকিরের ছেলে লিটন ফকির (২৮),২. দিনাজপুর জেলার ঘুরাঘাট থানার বন্না পূর্বপাড়া গ্রামের মহি উদ্দিনের ছেলে হান্নান (৩০),৩. ঢাকা জেলার আশুলিয়া থানার জানকিগাতি পশ্চিম পাড়া গ্রামের ফজলা শেখের ছেলে সামিদুল শেখ (২৮), ৪.জামালপুর জেলার মাদারগঞ্জ থানার কুরখালী দক্ষিন পাড়া গ্রামের মৃত শফিকুল ইসলামের ছেলে জীবন ওরফে হৃদয় (২৬),৫. সিরাজগঞ্জ জেলার রামগঞ্জ থানার রানদিল বাহাদুরপুর পশ্চিম পাড়া গ্রামের মৃত মুজাম সরকারের ছেলে জিয়াউল (৩৫) ও ৬. একই জেলার রায়গঞ্জ থানার জিদুরী নতুন পাড়া গ্রামের মৃত আঃ সোবহানের ছেলে মন্তাজ ওরফে বাবু (২৬)।
শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল হক জানান, উপজেলার বরমী ইউনিয়নের সোহাদিয়া গ্রামের আমান উল্লার বাড়ী হতে চোরাইকৃত ৩টি গরু পিক-আপে করে নিয়ে যাচ্ছিল চোরেরা। এ সময় গরুসহ ওই ৬ গরু চোরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। তারা দেশের বিভিন্ন এলাকায় নিয়মিত গরু চুরি করতো বলে প্রাথমিক ভাবে স্বীকার করেছে বলেও জানান তিনি।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, আটককৃত ব্যক্তিরা পেশাদার গরু চোর এবং তাদের নামে বিভিন্ন থানায় চুরির মামলা রয়েছে। শনিবার সকালে চুরির মামলায় তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।