৯:৩৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪০
সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুরে স্ত্রীর উপর অভিমান করে সোমবার রাতে ইদ্রিস আলী (৫০) নামক এক গৃহকর্তা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছে। সে উপজেলার পৌর এলাকার ছোট ডাঙ্গাপাড়া মহল্লার সাত্তার মন্ডলের ছেলে।
পুলিশ জানায় পারিবারিক বিষয়কে কেন্দ্র করে ইদ্রিস আলীর সঙ্গে তার স্ত্রীর প্রায় ঝগড়া বিবাদ হতো। মঙ্গলবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর রাতে স্ত্রী ঘুমিয়ে পড়লে রাতের কোন এক সময়ে পাশের ঘরে গিয়ে সেলিং ফ্যানের সাতে মাপলার পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সকালে পরিবারের সদস্যরা জানতে পেরে থানায় খবর দেন। এরপর পুলিশ এসে আত্ম হত্যার বিষয়টি নিশ্চিত হন এবং পরিবারের সদস্যদের অনুরোধের প্রেক্ষিতে পুলিশ ময়না তদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া দেন।