৯:৩৮ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪০
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ (সিলেট) প্রতিনিধি: সুনামগঞ্জ সীমান্তে ইয়াবার চালান ও ভারতীয় মোটর সাইকেল সহ শনিবার রাতে দু’ ইয়াবা ব্যবসায়ীকে বিজিবি আটক করেছে। সদর উপজেলার বনগাঁও সীমান্ত থেকে রাত বিজিবির অভিযানে ওই দু’ইয়াবা ব্যবসায়ী আটক করা হয়।
সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ন বিজিবির হেডকোয়ার্টার সুত্রে জানা যায়, সদর উপজেলার বনগাঁও বিওপির বিজিবির ক্যাম্প কমান্ডার হাবিলদার আজাহার আলীর নেতৃত্বে শনিবার রাতে সীমান্তের ৫’শ গজ অভ্যন্তরে চিনাউড়া নামক এলাকা থেকে মোটসাইকেল আরোহি দু’জনকে আটক করাহয়। আটকের পর তাদের দেহ তল্লাশী করে বিশেষ কায়দায় লুকানো ৬৭০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি ভারতীয় চোরাই ডিসকভার মোটরসাইকেল জব্দ করা হয়।
বিজিবির হাতে আটককৃতরা হল, জেলার দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার পাগলার কান্দিগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে আশাবুল (৩৫) ও একই গ্রামের মারফত আলীর ছেলে ইশবাল হোসেন (২৫)।
ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. নাসির উদ্দিন আহমদ পিএসসি জানান, আটককৃত ইয়াবা ও চোরাই মোটরসাইকেল মুল্য প্রায় ৩ লাখ ৫১ হাজার টাকা। ’