৯:৩৬ পিএম, ৫ জুলাই ২০২২, মঙ্গলবার |
| ৫ জ্বিলহজ্জ ১৪৪৩
এসএনএন২৪.কম: বন্যাকবলিত এলাকা পরিদর্শনে নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার উদ্দেশে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (২১ জুন) সকাল ৮টায় তেজগাঁওয়ের পুরাতন বিমানবন্দর থেকে হেলিকপ্টারযোগে তিনি এ তিন জেলার বন্যা পরিস্থিতি দেখতে যাত্রা শুরু করেন।
নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলার বন্যা কবলিত এলাকাগুলো হেলিকপ্টারযোগে পরিদর্শন করবেন সরকার প্রধান।
সফরসূচি অনুযায়ী, বন্যাকবলিত অঞ্চল পরিদর্শন শেষে সিলেট বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বহনকারী হেলিকপ্টারটি অবতরণ করবে। পরে সিলেটে নির্ধারিত কর্মসূচিতে অংশ নেবেন তিনি। পরে দুপুর ১টায় সিলেট থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন শেখ হাসিনা।