৩:০১ এএম, ১০ আগস্ট ২০২২, বুধবার |
| ১২ মুহররম ১৪৪৪
‘বমি’ করার ফাঁদে...
নিজস্ব প্রতিবেদক :
চট্টগ্রামে যাত্রীবাহী বাসের এক যাত্রীর কাছ থেকে অভিনব কায়দায় লাখ টাকা ছিনিয়ে নিয়েছে ছিনতাইকারী চক্র। গত বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর বায়েজিদ থানাধীন অক্সিজেন এলাকায় ৩ নম্বর রোডে চলাচলকারী হিউম্যান হলারে এ ঘটনা ঘটে। ছিনতাইয়ের শিকার ব্যক্তি মো. ফিরোজ সিকদার রাউজান উপজেলার নোয়াজিশপুর গ্রামের বাসিন্দা। তিনি নগরীর মুরাদপুর বিবিরহাট এলাকায় অবস্থিত সিদরাত সাইফ ডেভলাপার এন্ড কনস্ট্রাকশন কোম্পানী লিমিটেডের নির্মাণাধীণ প্রকল্প এস এস নুর কমপ্লেক্সে হিসেব রক্ষক হিসেবে কর্মরত। ছিনতাইয়ের শিকার ফিরোজ সিকদার জানান, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১০টার দিকে মুরাদপুর এসএসনুর কমপ্লেক্স থেকে এক লাখ টাকা নিয়ে বের হন। ৩ নম্বর রোডের একটি বাসে করে অক্সিজেন সিটি ব্যাংকের উদ্দেশ্যে যান। বাসে উঠার পর এক যাত্রী তার উপর বমি করে। তিনি বমি পরিস্কার নিয়ে ব্যস্ত থাকার ফাঁকে পকেট থেকে কৌশলে টাকা ছিনিয়ে নেয়। তিনি গাড়ি থেকে নেমে পকেটে হাত দিয়ে দেখতে পান পকেটে টাকা নেই। তিনি জানান, বিষয়টি বায়েজিদ বোস্তামী থানা পুলিশকে অবহিত করেছেন। পুলিশ ঘটনাস্থল বায়েজিদ বোস্তামী থানাধীন অক্সিজেন এলাকা পরিদর্শন করেছে। সংগ্রহ করেছে একাধিক সিসিটিভির ফুটেজ। এদিকে স্থানীয় লোকজন জানান, বমি করার বিষয়টি ছিনতাইকারী চক্রের নয়া কৌশল। কোন যাত্রীর উপর বমি করা কিংবা মাথায় ডিটারজেন্ট পাউডার ছিটিয়ে ছিনতাই করা হচ্ছে। যাত্রীরা মাথার ডিটারজেন্ট কিংবা বমি পরিস্কার নিয়ে ব্যস্ত থাকার ফাঁকে ছিনতাইকারী চক্র কৌশলে পকেট থেকে টাকা হাতিয়ে নেয়। এসব বিষয়ে সতর্ক থাকার পরামর্শ দেন স্থানীয় লোকজন। বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, ‘বিষয়টি খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।