২:৪৩ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার |
| ১০ রজব ১৪৪৪
তর্জনীর গর্জনে বিজয়
শাহীদুল আলম
-------------------------------------
তর্জনী উঁচিয়ে কথা বলা শুধু পিতা মুজিবকে মানায়,
তোমার গর্জনে কেঁপে উঠল ঢাকার রেসকোর্স রমনায়।
আঠারো মিনিটের ভাষণে দিক হারা বাঙালি পেলো আশা,
নির্যাতিত বাঙালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার হৃদয়ে বেঁধেছে বাসা।
বিশ্বজুড়ে প্রশংসিত বঙ্গবন্ধুর অমর
ঐতিহাসিক সেই ভাষণ,
বারোটি ভাষায় অনুবাদকৃত এই ভাষণ
কোটি বাঙালির জীবন।
বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি বীর বাঙালির মহা অর্জন,
একটি পতাকা ছিনিয়ে নিতে লাখো
প্রাণ দিলো বিসর্জন।
এক মুজিবের গর্জনে কোটি বাঙালির
হৃদয়ে জেগেছে অভয়,
যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে
পড়ে দেশ হলো বিজয়।
লেখক ও কথা সাহিত্যিক
সিনিয়র শিক্ষক,
নানুপুর মজহারুল উলুম গাউছিয়া ফাযিল (ডিগ্রি) মাদ্রাসা, ফটিকছড়ি, চট্টগ্রাম।