১:৫৭ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার |
| ১০ রজব ১৪৪৪
নকিব ছিদ্দিকী:
টানা গরমে অতিষ্ঠ নগরবাসী। এক সপ্তাহ তীব্র দাবদাহ বৃষ্টির তৃষ্ণাকে আরও তীব্রতর করে তুলেছিল। মাঝে মাঝে স্বস্তির বৃষ্টি দেখা দিলেও কমছে না গরম। অবশেষ মুষলধারে বৃষ্টির দেখা পেল বন্দর নগরীর মানুষ।
সকাল থেকেই চট্টলার আকাশে শুরু হয় ঝুম বৃষ্টি। এতে পথচারীরা বিপাকে পড়লেও স্বস্তির নিঃশ্বাস নেন নগরবাসী।
তীব্র গরমের মধ্যে শ্রাবণের তৃতীয় দিনে গত সোমবারও (১৮ জুলাই) বৃষ্টির তৃষ্ণা মিটিয়ে দেয় তাপক্লান্ত মানুষের।
এদিকে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে, সকাল ৯টা পর্যন্ত আগের ২৪ ঘন্টায় ৭৭ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। বর্ষাকাল এবং মৌসুমি বায়ুর প্রভাবে এ বৃষ্টিপাত হচ্ছে। নদী ও সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্কতা সংকেত নেই। কয়েকদিন বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, বন্দরের কনটেইনার, কার্গো, শিপ হ্যান্ডলিং স্বাভাবিক রয়েছে।