২:০৯ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার |
| ১০ রজব ১৪৪৪
এসএনএন২৪.কমঃ বায়েজিদ বোস্তামী লিংক রোড এলাকায় সড়ক দুর্ঘটনায় ফাতেহা জাহান জেবা (১৯) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
ফাতেহা জাহান উপজেলার সলিমপুর এলাকার মো. ফারুকের মেয়ে। তিনি এনায়েত বাজার মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্রী।
শনিবার (২৩ জুলাই) দুপুর দেড়টার দিকে বায়জিদ বোস্তামী লিংক রোডে ট্রলি চাপায় তার মৃত্যু হয়। বাড়ি ফৌজদারহাট এলাকায়।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মেয়েকে নিয়ে মোটরসাইকেলে কলেজ থেকে ফিরছিলেন বাবা। এসময় একটি ট্রলি চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এতে তার বাবাও আহত হন। এসময় তার বাবা বলেন, আমার একমাত্র মেয়ে। তাকে ঘাতক ট্রলি কেড়ে নিয়েছে। আমি কি নিয়ে বাঁচবো।
সলিমপুর পুলিশ ফাঁড়ির এসআই পার্থ সারথী জানান, বাবার সঙ্গে মোটরসাইকেলে কলেজে যাচ্ছিলেন ফাতেহা। দুপুর দেড়টায় একটি কাভার্ডভ্যান মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে সড়কে পড়ে যান ফাহেতা। এ সময় কাভার্ডভ্যান চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এতে আহত হয়েছেন ফারুক।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। চালক কাভার্ডভ্যান নিয়ে পালিয়ে গেছে। তাকে শনাক্তের চেষ্টা চলছে।