১০:৪৩ পিএম, ৫ জুলাই ২০২২, মঙ্গলবার |
| ৫ জ্বিলহজ্জ ১৪৪৩
চান মিয়া, ছাতক (সুনামগঞ্জ): ছাতক শহরের কেন্দ্রীয় জামে মসজিদের পাশে মাগরিবের নামাজ চলাকালে হিন্দু সম্প্রদায়ের বিকট শব্দে আতশবাজিকে কেন্দ্র করে বিক্ষুব্ধ যুবকদের দু’টি মন্দিরে হামলার ঘটনায় পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করা হয়েছে।
বুধবার বিকেল ৪টায় একজনকে গ্রেফতার দেখিয়ে অজ্ঞাতনামা আরো অর্ধশতাধিক লোকের বিরুদ্ধে এসআই সোহেল রানা বাদি হয়ে এমামলা দায়ের করা হয়।
এদিকে মন্দিরে হামলায় জড়িত থাকার অভিযোগে সোমবার আটককৃত তাতিকোনা গ্রামের ঠান্ডা মিয়ার পুত্র আঙ্গুর মিয়া ওরফে ছাকির আমিনকে ওই মামলায় আটক দেখানো হয়েছে। তবে এ মামলার ঘটনায় ছাতক থানা ওসির আশেক সুজা মামুনের কোন বক্তব্য পাওয়া যায়নি।
সম্পাদনায়: সাইমুন/এসএনএন২৪.কম