১০:৩২ পিএম, ৫ জুলাই ২০২২, মঙ্গলবার |
| ৫ জ্বিলহজ্জ ১৪৪৩
চান মিয়া, ছাতক : ছাতকে একটি যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিক্সা খাঁদে পড়ে মহিলাসহ ৪জন আহত হয়েছে। গুরুতর আহত ৩জনকে উদ্ধার করে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার বেলা ১টায় সিলেট-সুনামগঞ্জ সড়কের কৈতক-রাউলী নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, সিলেট থেকে সুনামগঞ্জগামী একটি মিনিবাস (নং সিলেট জ ১১-০৭০৮) কৈতক-রাউলী নামক স্থানে এসে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি চালিত অটোরিক্সা (নং সিলেট থ ১১-৯১৬৩ ) কে ধাক্কা দেয়। এতে সিএনজিটি খাঁদে পড়ে গেলে সিএনজি চালক নুরুল ইসলাম (৩৫), তার স্ত্রী রুজিনা বেগম (২৮), শাশুরী খাতিবুন নেছা (৬৫) ও ছেলে হোসাইন আহমদ (২) আহত হয়। পরে স্থানীয়দের সহায়তায় গুরুতর আহত ৩জনকে উদ্ধার করে সিলেট রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
সম্পাদনায় - নিশি / এসএনএন২৪.কম