৯:৫৩ পিএম, ১৭ আগস্ট ২০২২, বুধবার |
| ১৯ মুহররম ১৪৪৪
এসএনএন২৪.কম: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পদ্মা সেতু শুধু ইট-সিমেন্ট-স্টিল-লোহার কংক্রিটের একটি অবকাঠামো নয়, এ সেতু আমাদের অহংকার, আমাদের গর্ব, আমাদের সক্ষমতা আর মর্যাদার প্রতীক।
তিনি বলেন, পদ্মার বুকের লাল-নীল-সবুজ আলোতে জ্বলে ওঠেছে পদ্মা সেতু।
শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠানের সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ কথা বলেন।
মুন্সীগঞ্জের মাওয়ায় সুধী সমাবেশে যোগ দিয়ে সেতু উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে প্রধানমন্ত্রী আবেগাপ্লুত হয়ে বক্তব্য শুরু করেন প্রধানমন্ত্রী।