২:০২ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার |
| ১০ রজব ১৪৪৪
আজহার মাহমুদ
_____________
ঝড়ের দিনে ব্যাঙ ডাকে
ডাকে ওই আকাশ,
দরজা দিয়ে ঢুকে পড়ে
ঠান্ডা হিমেল বাতাস।
ঝড়ের দিনে খেলতে যেতে
ভীষণ ভালো লাগে,
ঝড়ের ফোটা গায়ে পড়লে
খুশির ঢেউ জাগে।
ঝড়ের দিনে বন্ধুরা সবাই
থাকি ফুটবল খেলায়,
খেলা শেষে ছুটি সবাই
আম গাছের তলায়।
তাড়াহুড়ো করে সবাই
আম কুড়িয়ে নিই,
বাসায় এসে ছোট্ট বোনকে
কুড়ানো আম দিই।
লেখক: আজহার মাহমুদ
শিক্ষার্থী : বিবিএ-অনার্স, হিসাব বিজ্ঞান বিভাগ (৩য় বর্ষ), জাতীয় বিশ্ববিদ্যালয়, ওমরগনি এমইএস বিশ্ববিদ্যালয় কলেজ, চট্টগ্রাম।