৩:০০ এএম, ১ ফেব্রুয়ারি ২০২৩, বুধবার |
| ১০ রজব ১৪৪৪
৯০ দ্শকের গল্প
মুহাইমিনু
_______________________
আমি সেই ৯০দশকের মেয়ে
আজও সেই দিন গুলো
খুব মনে পরে,
সেই ছোটবেলায় ঘুম থেকে উঠে
স্কুলে দল বেধে যাওয়া,
দুপুরে মায়ের সাথে ঘুমতে যাওয়া
আর বিকেলে সবাই মিলে
মাঠে দল বেঁধে খেলতে যাওয়া।
এক সাথে বসে
রাক্ষস আর ভূতের গল্প করা
কখনো বা রুপকথার আসর পাতা।
সন্ধ্যায় মায়ের বকা খেয়ে
পড়তে বসা ।
আর তার পর শুরু হতো
আলিফ লায়লা দেখার জন্য
টিভির সামনে বসে থাকা।
ম্যাকগাইভার ,রবোকোপ আর সিন্দাবাদ
দেখার জন্য পালা করে অপেক্ষা।
এ যেন ছিল রূপকথার এক
সোনার শৈশব
সবাই কত আন্তরিক আর
ভালোবাসা দিয়ে সাজিয়ে
রেখেছিল দিন গুলো।
কোথায় যেন আজ হারিয়ে গেছে
সেই দিন গুলো,
অনেক খুঁজলেও আর
ফিরে পাওয়া যায় না।
আজ খুঁজি আগের মত মাঠ
একটু প্রান জুড়াতে
পাই না আজ সেই দিন গুলো।
সেই মানুষ গুলোও আর নেই
আগের মত আর সবাই মিলে
গল্প করা হয় না।
সবাই মিলে দল বেঁধে ঘুরতে যাই না।
জানো সব কিছু বদলেছে
শুধু আমি সেই আগের মতোই আছি
আধুনিকতা পারেনি আমাকে ছুঁয়ে দিতে
ইংরেজ সভ্যতা আমায় বদলাতে পারে নি।
দেয়নি আমায় কোন নতুন রুপ।
আজও আমি ৯০ দশকের সাজে
নিজেকে সাজাতে পারি
আমার ধ্যান ধারনাও সেই ৯০ দশকের
আমি আধুনিকা একদম নই
আমি আমার মাঝের আমিকে করেছি
সেই ৯০দশকে রুপান্তর
আমি যেন নব্বই দশকের উদাহরণ হয়ে
তোমাদের মাঝে এসেছি।
মুহাইমিনু পারভীন
শিক্ষিকা
মাইলস্টোন স্কুল এন্ড কলেজ, মৌশাহের শাখা ।