প্রকৌশলের শিক্ষার্থী হয়েও তিনি ‘ফুড ডেলিভারি গার্ল’
এসএনএন২৪.কমঃ অনলাইনের বিভিন্ন পণ্য বা খাবার সামগ্রী ডেলিভারির কাজে সাধারণত পুরুষদেরকেই দেখা যায়। তাই বলে কি, নারীরা পারবে না? তারই সফল দৃষ্টান্ত গড়েছেন কুষ্টিয়ার থানাপাড়ার ১৯ বছরের তরুণী রজনী।পরিবারের পাশে দাঁড়াতে ও সাবলম্বী হতে রজনী একজন ফুড ডেলিভারি গার্ল হিসেবে পরিচিতি লাভ করেছেন। খুলনা বিভাগের মধ্যে একজন ফিমেল রাইডার হিসেবে দৃষ্টান্ত গড়েছেন তিনি।বয়স তার সবে ১৯ বছর। ইচ্ছে ছিলো লাল সবুজের জার্সি গায়ে