জিন্স প্যান্টের ডিজাইন লেজারে নিমিষেই হচ্ছে
এসএনএন২৪.কম : জিন্স প্যান্টের ‘ছেঁড়া’ রাখা হাল ফ্যাশনে বেশ জনপ্রিয়তা পেয়েছে। তার রঙচটা ভাবটা রাখা হচ্ছে নতুন আঙ্গিকে। একে আবার তরুণরা বলছেন ফেইড। এটা মূলত জিন্স কালারটাকে বা প্যান্টের মূল রঙটাকে একটু মলিন বা বিলীন করে দেওয়ার কায়দা। এতে জিন্স প্যান্টের সামনে, পেছনের নানা জায়গায় একটু সাদা-সাদা ভাব এসে যায়।শুধু এসবই না প্যান্টের মধ্যে যে কোনো নাম এঁকে দেওয়া, ফুল, পাখির ছাপ দেওয়ার