
আমরা পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে চাই: স্বাস্থ্যমন্ত্রী
এসএনএন২৪.কম: করোনা ব্যবস্থাপনাতে বাংলাদেশ বিশ্বে রোল মডেল বলে উল্লেখ করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।বৃহস্পতিবার (৭ এপ্রিল) দুপুর ১টার দিকে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।জাহিদ মালেক বলেন, পৃথিবীর স্বাস্থ্য যদি ভাল থাকে, তাহলে মানুষসহ সব প্রাণীর স্বাস্থ্য ভালো থাকবে। আমরা পৃথিবীর স্বাস্থ্য ভালো রাখতে চাই। পৃথিবীর উন্নয়ন হচ্ছে। উন্নয়নের পাশাপাশি পরিবেশ দূষিত হচ্ছে।