মিজানুর রহমান, ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহ-হালুয়াঘাট
সড়ক সংলগ্ন ফুলপুর উপজেলার ঠাকুরবাখাই গ্রামের সরচাপুর বাজারে সোমবার মধ্য
রাতে অগ্নিকান্ডে মালামলসহ ৪ দোকান পুড়ে যায়।
এতে প্রায় ১৫ লাখ টাকার
ক্ষতি হয়েছে। জানা যায়, রাত ১ টার দিকে অগ্নিকান্ডে ফারুক মিয়ার ফলের দোকান,
সাদেকের ওয়ার্কসপ, সাদেকের মনোহারী দোকান ও হাবিবুর রহমানের চায়ের দোকান
মালামালসহ পুড়ে যায় হয়। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা
জানান।
স্থানীয়দের অভিযোগ ফায়ার সার্ভিস অফিসের ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা
যায়নি। পরে অফিসে গিয়ে তাদের সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে যাওয়ার
আগেই ৪টি দোকান পুড়ে যায়। ফারুক মিয়ার ফলের দোকানে বিদ্যুতের সর্টসার্কিট
থেকে অগ্নিকান্ডের সুত্রপাত ঘটেছে বলে ব্যবসায়ীরা জানান।