৬:৩২ পিএম, ২৪ এপ্রিল ২০১৮, মঙ্গলবার |
| ৮ শা'বান ১৪৩৯
মোঃ শাহজাহান ফকির, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে বৃহস্পতিবার দুই ভাগে ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠা বার্ষকী পালিত হয়েছে। এক অংশের অনুষ্ঠানে সংসদ সদস্য মোঃ আনোয়ারুল আবেদীন খাঁন তুহিন, পৌর সভার মেয়র রফিক উদ্দিন ভূইয়া, ময়মনসিংহ জেলা পরিষদের সদস্য আবু বক্কর সিদ্দিক বাহার, হাসান মাহমুদ জুয়েল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাফিজুর রহমান রিপন ও পৌর ছাত্রলীগ সভাপতি আব্দুস সালাম সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্য অংশে উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আবু নাঈম ভূইয়া ফারুক ও সাবেক সেক্রেটারী আবু নাসের ভূইয়া রুবেল নেতৃত্বে র্যালী শেষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম সরকার, আমিনুল ইসলাম শাহান, রফিকুল ইসলাম রেণূ, নজিবুল্লাহ লিটন প্রমুখ নেতৃবৃন্দ।