৪:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার |
| ১৭ জমাদিউস সানি ১৪৪০
রাজু খান, ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে পানিতে ডুবে নিহত স্কুলছাত্রী তৃষার পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক ।
বৃহস্পতিবার (২৮ জুন) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ে নিহত তৃষার বাবা তাহাজ্জুত রাজার হাতে ২০ হাজার টাকার চেক তুলে দেন জেলা প্রশাসক মো. হামিদুল হক।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আতাহার মিয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালেহা খাতুন প্রমূখ।
উল্লেখ্য বুধবার দুপুরে (২৭ জুন) বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের খেলা শেষে শাহী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বালিকা দলের খেলোয়ার তৃষা ও তাঁর সহপাঠীরা উপজেলা পরিষদের পুকুরে গোসল করতে নামে। এসময় তৃষা পানিতে ডুবে নিখোঁজ হয়।
তৃষাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।