৫:৫৯ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার |
| ১৭ জমাদিউস সানি ১৪৪০
শিরিন সুলতানা, চুয়াডাঙ্গা প্রতিনিধি : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে প্রতীকী অনশন কর্মসূচী পালন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সোমবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা অ্যাসোসিয়েশন হল প্রাঙ্গণে এ কর্মসূচী পালন করা হয়।
পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি রাফাতুল্লাহ মহলদারের সভাপতিত্বে কর্মসূচীতে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জাতীয়তাবাদী মহিলা দলের নেত্রী জাহানারা পারভীন। এতে বক্তব্য রাখেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা তরুণ দলের আহ্বায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আরিফ আহমেদ শিল্পব প্রমুখ।
সমাবেশে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবিলম্বে মুক্তি ও চিকিৎসার দাবি জানিয়ে বক্তারা বলেন, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেওয়া হয়েছে। সরকার বেগম খালেদা জিয়াকে জেলে রেখে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখতে চায়। খালেদা জিয়া ও বিএনপিকে ছাড়া এ দেশে কোনো নির্বাচন করতে দেওয়া হবে না।