৫:০২ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, শনিবার |
| ১৭ জমাদিউস সানি ১৪৪০
মাহিদুল মাহিদ, সাভার প্রতিনিধি : আশুলিয়ায় ডাকাতিকালে রবিন কর্মকার নামের এক ডাকাতকে আটক করে থানায় সোপর্দ করেছে এলাকাবাসী।
গতকাল রাতে আশুলিয়ার গৌড়িপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় এক ব্যবসায়ীকে কুপিয়ে আহত করে নগদ টাকা লুট করেছে ডাকাতরা।
এলাকাবাসী জানায়, দক্ষিণ গৌরিপুর এলাকার আব্দুল জলিলের ছেলে, ফারুক টেলিকমের মালিক ফারুক মিয়া রাতে দোকানে বিশ্বকাপ খেলা দেখে বাড়ি ফিরছিলেন।
এসময় একদল ডাকাত তাকে আটক করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। তিনি বাধাঁ দিলে ডাকাতরা তাকে কুপিয়ে আহত করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। পরে এলাকাবাসী বুঝতে পেরে ডাকাতদের ধাঁওয়া দিয়ে এক ডাকাতকে আটক করে এবং আহত ফারুক মিয়াকে উদ্ধার করে চিকিৎসার জন্য সাভারের এনাম মেডিক্যাল কলেজ এন্ড হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে আশুলিয়া থানার অফিসার্স ইনচার্জ আব্দুল আউয়াল বলেন, এঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।