১১:৩৯ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, মঙ্গলবার |
| ১৩ জমাদিউস সানি ১৪৪০
এসএনএন২৪.কম : মিয়ানমার সেনাবাহিনীর দমন-পীড়নের মুখে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহঙ্গাদের দুর্দশা দেখতে এক দিনের সফরে আজ ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী হাজি মোহাম্মদ বিন সাবু।
বৃহস্পতিবার তিনি ঢাকায় পৌঁছাবেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানিয়েছে। সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও বৈঠক করবেন মালয়েশিয়ার প্রতিরক্ষমন্ত্রী।
এছাড়া কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন। পরে সংবাদ সম্মেলন করবেন সাবু।
সফর শেষে বৃহস্পতিবার রাতেই কুয়ালালামপুরের উদ্দেশে রওনা দেবেন মালয়েশিয়ার প্রতিরক্ষামন্ত্রী।