২:১০ এএম, ১০ আগস্ট ২০২২, বুধবার |
| ১২ মুহররম ১৪৪৪
আখলাছ আহমেদ প্রিয়, হবিগঞ্জ : হবিগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বৈশাখী টিভির প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে আজ সকালে হবিগঞ্জ প্রেসক্লাবে এক আলোচনার সভা অনুষ্ঠিত হয়।
হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমানের সভাপতিত্বে ও বৈশাখী টিভি হবিগঞ্জ জেলা প্রতিনিধি রাসেল চৌধুরীর পরিচালনায় সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-৩ আসনের এমপি এডভোকেট আবু জাহির।
বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উপ-সচিব সফিউল আলম, অতিরিক্ত পুলিশ সুপার আসম শামছুল ইসলাম ভূইয়া। অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তাফা রফিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম কহিনুর, প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট নির্মল ভট্রাচার্য্য রিংকু প্রমুখ।
সভাশেষে অতিথিবৃন্দ কেককেটে প্রতিষ্ঠা বার্ষিকীর শুভ সূচনা করেন পরে একটি র্যালি শহরে অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিক, বিভিন্ন সামাজিক সাংস্কৃতি ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দরা অংশ গ্রহন করেন।
এন এ কে