১:৪৫ এএম, ১০ আগস্ট ২০২২, বুধবার |
| ১২ মুহররম ১৪৪৪
হাবিব সরোয়ার আজাদ, সুনামগঞ্জ প্রতিনিধি : সীমান্ত আইনলঙ্গন করে অবৈধভাবে বাংলাদেশ সীমানায় অনপ্রবেশ করলে সুনামগঞ্জ-২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির টহল দল শুক্রবার ভারতীয় বিএসএফের এক সদস্যকে আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবির হাতে আটককৃত বিএসএফ কনষ্টেবলের নাম প্রকাশ চন্দ্র সিং। তিনি ভারতের শিলং- ১১ বিএসএফ ব্যাটালিয়নের ধলাই ক্যাম্পের সদস্য।
২৮-বর্ডারগার্ড ব্যাটালিয়নের বিজিবির কমান্ডান্ডিং অফিসার লে. কর্ণেল নাসির উদিাদন আহমেদ পিএসসি শুক্রবার রাত সাড়ে ৯টায় জানান, ভারতের -১১ বিএসএফ ব্যাটালিয়নের ধলাই ক্যাম্পের কনষ্টেবল প্রকাশ চন্দ্র সিং শুক্রবার দুপুরে সীমান্তের মেইন পিলার ১২১৬ অতিক্রম করে বাংলাদেশ অভ্যন্তরে অবৈধভাবে হাতিয়ার, গোলাবারুদ ও ওয়াকটকি সহ প্রবেশ করে।
এ সময় নারায়ন তলা বিওপির বিজিবির টহল দল ভারতীয় ওই বিএসএফর সদস্যকে হাতিয়ার গোলাবারুদ ও ওয়াকটকি সহ আটক করে ক্যাম্পে নিয়ে আসে। বিজিবির কমান্ডিং অফিসার আরো বলেন, পরে রাতে বিএসএফের ওই সদস্যকে তাদেও ব্যাটালিয়ন কতৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে।
মিম