১১:১০ পিএম, ২১ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার |
| ৭ জমাদিউস সানি ১৪৪২
মুহাঃদেলোয়ার হোসাইন, পিরোজপুর প্রতিনিধি : মঠবাড়িয়া থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী নুরুল ইসলাম হাওলাদারকে গ্রেফতার করেছে।
মঙ্গলবার দুপুর দুইটার দিকে উপজেলার দেবীপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নুরুল ইসলাম ছোট শোলা গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে।
মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ সৈয়দ আব্দুল্লাহ্ জানান, জিআর নং-৪০/২০০০ মামলায় নুরুল ইসলামের যাবজ্জীবন সাজা এবং ১০ হাজার টাকা জড়িমানা হয়েছিল। দীর্ঘদিন আত্মগোপনে থাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।