৩:০৯ এএম, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার |
| ১৩ রবিউস সানি ১৪৪১
সৈকত আচার্য্য , প্রতিনিধি বাঁশখালী : চট্টগ্রামের বাঁশখালী থানা পুলিশের বিশেষ অভিযানে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামীসহ খুন, ডাকাতি ও বিভিন্ন মামলার সাজাপ্রাপ্ত ১৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে।
থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদারের নেতৃত্বে একদল পুলিশ ফোর্স বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, অস্ত্র আইনে বাঁশখালী থানায় দায়েরকৃত মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত আসামী উপজেলার শেখেরখীল ইউনিয়নের মৃত ফজল আহম্মদের পুত্র ফয়েজ আহম্মদ প্রঃ চৌধুরীসহ বিভিন্ন মামলার ১৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানা ইস্যুর পর দীর্ঘদিন ধরে পলাতক ছিল। সর্বশেষ গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে সোপর্দ করা হয়েছে।
থানা পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) মো. রেজাউল করিম মজুমদার জানান, বাঁশখালীতে সন্ত্রাস মুক্ত করতে অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ জন আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে।