১০:০০ এএম, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার |
| ১৩ রবিউস সানি ১৪৪১
এম,মনিরুজ্জামান,রাজবাড়ী প্রতিনিধি : সাম্প্রতিক সময়ে দেশব্যাপী ছেলেধরা আতংক ও গুজব ছড়ানোর প্রতিরোধে রাজবাড়ী জেলা পুলিশের আয়োজনে আজ বুধবার বিকেলে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
শিশুদের সাথে ছেলেধরা বিষয়ক মিথ্যা গুজব নিয়ে সচেতনতা মুলক আলোচনা ও সংবাদ মাধ্যমে তা ছড়ানো এবং কোন গুজবে কান না দেবার জন্য জনসচেনতামূলক সংবাদ প্রকাশের আহবান জানিয়ে এসপি অফিসের হলরুমে বক্তব্য রাখেন রাজবাড়ী পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান।
এসময় জেলা পুলিশের উর্দ্ধতন ও সদর থানা পুলিশ কর্মকতাগন উপস্তিত ছিলেন।
পুলিশ সুপার জানালেন,তিনি নিজে এবং প্রত্যেক থানার সাব ইন্সপেক্টরগন জেলার ১৭টি বিদ্যালয়ের উপস্তিত হয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে এই গুজবে কান না দেবার জন্য বিশেষ কাউন্সিলিং সভা করেছেন। বিভিন্ন হাট –বাজারে মাইকিং ও প্রচারপত্র বিলি করা হচ্ছে। আগামী শুক্রবার জেলার সকল মসজিদে জুম্মার খুদবায় ইমামগনকে মুসল্লিদের মাঝে ওই গুজব বিষয়ে বক্তব্য রাখান জন্য অনুরোধ করেছেন।