৮:৩০ পিএম, ১২ ডিসেম্বর ২০১৯, বৃহস্পতিবার |
| ১৪ রবিউস সানি ১৪৪১
সরওয়ার কামাল, মহেশখালী প্রতিনিধি : মহেশখালী শাপলাপুর উচ্চ বিদ্যালয়ে দূর্নীতি বিরোধী রচনা,সাংস্কুতিক, বির্তক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরন অনুষ্টান ও সততা ষ্টোর উদ্বোধন।
৩০ ই জুলাই দুপুর ১২ টায় বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক দিদারুল আলমের সভাপতিত্বে সিনিয়র শিক্ষক নুরুল আবছারের পরিচালনায় ও দশম শ্রেণীর শিক্ষার্থী মিফতাহুল জন্নাত মিছবাহ,র পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্টিত হয়।
উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন-মহেশখালী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা,বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম, মহেশখালী উপজেলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক,শাপলাপুর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব এম সাইদুল ইসলাম চৌধুরী, মহেশখালী উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মুক্তিযোদ্ধা ডা.ফিরোজ খান, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মনজুরুল আলম।
বির্তক প্রতিযোগিতায় দুপক্ষের দল পক্ষে বিপক্ষে অংশগ্রহন করে বিপক্ষের দল বিজয়ী লাভ করেন। বির্তক প্রতিযোগিতায় মডারেটর হিসাবে দায়িত্ব পালন করেন মহেশখালী উপজেলার মাধ্যমিক একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম,বিচারকের দায়িত্ব পালন করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক যথাত্রুমে- বাবু সুচিত্র পাল চৌধুরী,মোহাম্মদ নুরুল আবছার,মৌলানা মিজানুর রহমান,সময় নিয়ন্ত্রকের দায়িত্ব পালন করেন সিনিয়র শিক্ষক বাবু অশোক দাশ।
অনুষ্টান শেষে অতিথিরা বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেছেন। মহেশখালী উপজেলার (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার অংগ্যাজাই মারমা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার সময় তাদের কে অভিনন্দন জানান। অনুষ্টানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।