৪:৫৩ এএম, ২৮ জানুয়ারী ২০২১, বৃহস্পতিবার |
| ১৪ জমাদিউস সানি ১৪৪২
নকিব ছিদ্দিকী , চট্টগ্রাম :বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
গ্রেফতারকৃত আসামীরা হল ১) মোঃ আইয়ুব@ আইয়ুব মিস্ত্রী(৫৬), পিতা-মৃত আনসার আলী, মাতা-মৃত এতিমুন নেছা, সাং-উদি বাড়ী কলোনী, থানা-কুষ্টিয়া সদয়, জেলা-কুষ্টিয়া।
মঙ্গলবার মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান মহোদয়ের সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-উত্তর) মির্জা সায়েম মাহমুদ, পিপিএম এর তত্ত¡াবধানে পুলিশ পরিদর্শক জনাব মোঃ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই/মোঃ ফিরোজ আলম ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন লালদিঘী এলাকায় অভিযান পরিচালনা করে ১,৪০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আইয়ুব আইয়ুব মিস্ত্রী(৫৬)’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।