৫:৩৩ এএম, ১৯ জানুয়ারী ২০২১, মঙ্গলবার |
| ৫ জমাদিউস সানি ১৪৪২
নকিব ছিদ্দিকী, চট্টগ্রাম : নগরী পাহাড়তলী থানাধীন সিগনাল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি এলজি, ০১ রাউন্ড কার্তুজ ও ০২টি ছোরাসহ ০৩ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগ।
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (উত্তর) বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ মিজানুর রহমান নির্দেশনায় পুলিশ পরিদর্শক মোহাম্মদ রুহুল আমিন এর নেতৃত্বে এসআই/মোঃ ফিরোজ আলম, এএসআই/দাউদ খান, এএসআই/মনির হোসেন ও সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে পাহাড়তলী থানাধীন সিগনাল কলোনী এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি এলজি, ০১ রাউন্ড কার্তুজ ও ০২টি ছোরাসহ মোঃ নাঈম সর্দার @ গলাকাটা নাঈম(৩৩), ২) মোঃ জুলহাস সর্দার @ জুলহাস আল-আমিন(৩৫), ৩) মোঃ নুরুল ইসলাম @ নুরুসালাম(২৯) নামীয় তিন জন’কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সিএমপি’র বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।