৪:১০ পিএম, ২৩ জানুয়ারী ২০২১, শনিবার |
| ৯ জমাদিউস সানি ১৪৪২
আলফাজ সরকার আকাশ শ্রীপুর(গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের শ্রীপুরে একই ঘাটে সহোদর দুই বোনকে ধর্ষনের অভিযোগ পাওয়া গেছে ।
এ ঘটনায় ধর্ষিতা বাদী হয়ে থানায় মামলা দায়ের করার পর দুই ধর্ষককে আটক করেছে থানা পুলিশ।
৬ অক্টোবর উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে এ ঘটনা ঘটে।
আটক হওয়া মোঃ রাজ্জাক (৩৫) উপজেলার রাজাবাড়ী ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের নুরু মিয়ার ছেলে। অপরজন আজিজুল হক (২৫) একই এলাকার আকবর আলীর ছেলে।
মামলা সুত্রে জানা যায়, গত ৩০ সেপ্টেম্বর সকালে নিজেদের ঘরের ফার্নিচার ক্রয়ের উদ্দেশ্য ওই সহোদর বোন বাড়ী থেকে বের হয়। পথিমধ্যে রাজ্জাক ও আজিজুল অস্ত্রের ভয় দেখিয়ে তাদের পাশের একটি ঘরে নিয়ে যায়। এক পর্যায়ে খুনের ভয় দেখিয়ে ওই দুই সহোদর বোনকে ধর্ষন করে মোবাইলে ভিডিও ধারন করে। এ ঘটনা কাউকে জানালে ইন্টারনেট ওই ভিডিও ছড়িয়ে দেয়ার হুমকী দেয়া হয়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, বাদীর লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা নেয়া হয়েছে। ইতমধ্যে অভিযুক্তদের আটক করে আদালতে সোপর্দ করা হয়েছে।