৭:০৮ এএম, ১১ ডিসেম্বর ২০১৯, বুধবার |
| ১৩ রবিউস সানি ১৪৪১
আজিজুল ইসলাম বারী, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ভুয়া ফেসবুক আইডি দিয়ে সরকার বিরোধী ও স্থানীয় আওয়ামী লীগ নেতা, কর্মীদের বিভিন্ন ধরণের সমালোচনা ও কটুক্তি করিয়ে পোষ্ট দেওয়ার অপরাধে জামিউল কাওসার সৌমিক (৩০) নামে এক শিবির কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার দুপুরে আদালতের মাধ্যমে লালমনিরহাট জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে রোববার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেন পুলিশ।
সে পাটগ্রাম পৌর এলাকার দণি কোটতলী গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে জামিউল কাওসার সৌমিক।
পুলিশ জানায়, রোববার রাতে অভিযান চালিয়ে উপজেলা পৌর এলাকার দণি কোটতলী বাড়ি থেকে জামিউল কাওসার সৌমিককে আটক করা হয়। সে বিভিন্ন নামে একাধিক ফেসবুক আইডি দিয়ে সরকার ও আওয়ামী লীগ নেতা, কর্মীদের নামে কটুক্তি করে পোষ্ট করত। সে পাটগ্রাম উপজেলা শাখার শিবিরে কর্মী।
পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শিবির কর্মী জামিউল কাওসার সৌমিকের নামে তথ্য প্রযুক্তি বিশেষ মতা আইনে মামলা করা হয়েছে।