১:৩৮ পিএম, ২ মার্চ ২০২১, মঙ্গলবার |
| ১৮ রজব ১৪৪২
এসএনএন২৪.কমঃ ৪১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার অনুষ্ঠিত হবে এ বছরের ১৯ মার্চে। তবে এর আগে ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৪২তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা।
বুধবার বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সভায় এ তারিখ নির্ধারণ করাহয়। এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে সরকারি কর্ম কমিশনের পক্ষ থেকে।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৯ মার্চ শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেট, বরিশাল, রংপুর ও ময়মনসিংহে একযোগে ৪১তম বিসিএসের প্রিলিমিনারী পরীক্ষা অনুষ্ঠিত হবে।
আরেক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ৪২তম বিসিএসের এমসিকিউ টাইপ লিখিত পরীক্ষা ২৬ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। শুক্রবার বিকেল ৩ টা থেকে ৫টা পর্যন্ত শুধু ঢাকা কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। দুই বিসিএস পরীক্ষার আসন ও বিস্তারিত তথ্য পরে পিএসসির ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানানো হয়।