১:৩০ এএম, ১০ আগস্ট ২০২২, বুধবার |
| ১২ মুহররম ১৪৪৪
মানবিক সহায়তার আবেদন
রাউজান প্রতিনিধিঃ রাউজান পৌরসভার ৮নং ওয়ার্ডের সাপলঙ্গা গণী হাজীর বাড়ীর দরিদ্র জামাল উদ্দিনের পুত্র রাউজান আর আর এ সি সরকারী উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থী ২০২২ সালের এস এস সি পরিক্ষার্থী মোঃ রিয়াজ উদ্দিন (১৭) ব্রুন ক্যান্সারে আক্রান্ত হয়েছে। বর্তমানে সেই ভারতের চেন্নাই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে । মেধাবী শিক্ষার্থী এই শিক্ষার্থীর চিকিৎসার ব্যায়ভার বহন করা তার পরিবারের পক্ষে সম্ভব না হওয়ায় মানবিক সাহায্যের আবেদন করেছেন। তার অসহায় মাতা দিলুয়ারা বেগম মানবিক সহায়তার জন্য সকলের কাছে আবেদন জানিয়ে বলেছে আমার সন্তানেকে বাঁচান। সহায়তা পাঠানের জন্য দিলুয়ারা বেগমের ব্যাংক হিসাব নম্বর দেওয়া হলো। অগ্রনী ব্যাংক রাউজান শাখা হিসাব নং-০২০০০০৩৩৪২৪১১, বিকাশের আর্থিক সহায়তা পাঠাতে চাইলে মোবাইল নং ১৮৮১৮- ৪৯৪৭৬৪।