৯:২০ পিএম, ৫ জুলাই ২০২২, মঙ্গলবার |
| ৫ জ্বিলহজ্জ ১৪৪৩
এসএনএন২৪.কম: কোন ধরনের জীবন রক্ষাকারী সুরক্ষা পোশাক ছাড়াই খোরস্রোতা গভীর সুরমা নদীতে জীবনের ঝুঁকি নিয়ে সুনামগঞ্জের দুর্গম বন্যাকবলিত এলাকা দোয়ারা বাজারের পথে ২ টি ট্রলার নিয়ে রওয়ানা দিয়েছেন তরুণ রাজনীতিবিদ ফারাজ করিম চৌধুরী।
৫ হাজারের অধিক পরিবারের জন্য জরুরী ওষুধ ও প্রয়োজনীয় খাদ্যসামগ্রী নিয়ে আজ ২১ জুন মঙ্গলবার, সকাল ৬ টায় তিনি যাত্রা শুরু করেন। নদীপথে স্রোতের গতি বেশি থাকায় তাদের যেতে বেগ পেতে হচ্ছে বলে জানা গেছে।
ফারাজ করিম চৌধুরী তার ফেসবুক পেইজের মাধ্যমে জানান, "আমাদের জীবন রক্ষার মালিক একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামীন। সবকিছু তার ইচ্ছাই হবে৷ সুনামগঞ্জের দোয়ারা বাজারের পরিস্থিতি খুবই ভয়াবহ। সেখানে এখনো পর্যন্ত ত্রাণ সরবরাহ করা হয় নি। তাই কালবিলম্ব না করে আমরা দ্রুত সেখানে যাত্রা শুরু করেছি। "
গতকাল থেকেই সুনামগঞ্জের সদর উপজেলার সুরমা, দারাইর গাও, মইনপুর, হাল্লরগাও, খাইনতর, গোদার গাও সহ বিভিন্ন স্থানে বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ান ফারাজ করিম চৌধুরী৷